Sunday, December 3, 2017

অনলাইনে যেকোন পণ্য কেনাবেচার নতুন প্লাটফর্ম 'Komdaame.com'

দেশীয় প্রতিষ্ঠান গুলোর মধ্যে এবার সবার জন্য অনলাইনে স্বল্পমূল্যে পণ্য কেনাবেচার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের জনপ্রিয় মার্কেটপ্লেস 'কমদামে ডট কম'। ইন্টারনেটে বর্তমান বাজারে পণ্য কেনাবেচা প্রতিষ্ঠান গুলোর মধ্যে এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ভিন্ন। 'কমদামে ডট কম' এর উদ্যোগ হচ্ছে অনলাইনের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপনে এক বিশ্বস্ত প্লাটফর্ম তৈরি করা। এ প্রতিষ্ঠানটি দেশের প্রায় সকল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সবচেয়ে সহজ, নিরাপদ ও সুবিধাজনক ক্রয়-বিক্রয় নিশ্চিত করবে। ব্যবসায়ীরা এখানে বিভিন্ন শ্রেণিতে বিনামূল্যে এ্যাড পোষ্ট দিতে পারবে। যে সমস্ত ব্যবসায়ীরা 'কমদামে ডট কম' এর নিয়ম অনুযায়ী চমৎকারভাবে বাস্তব ছবি স্বম্বলিত এ্যাড পোষ্ট করবে তাদেরকে বাছাইয়ের মাধ্যমে পুরস্কৃত করা হবে। আমাদের দেশের ছাত্র-ছাত্রীবৃন্দ 'কমদামে ডট কম' এ 'Affiliate' মেম্বার হয়ে Affiliate Marketing করে পার্ট-টাইম কাজ করে তাদের চাহিদা মোতাবেক বাড়তি আয় করতে পারবে।

কোন খরচ ছাড়া যে কেউ এখানে এ্যাড পোষ্ট করে তার পণ্য বিক্রি করতে পারবে। দ্রুত বিক্রি করার জন্য রয়েছে অল্প খরচে টপ এ্যাড দেয়ার ব্যবস্থা। সম্পূর্ণ বিনামূল্যে বিড বা নিলামের মাধ্যমে যে কোন ধরনের পণ্য কেনাবেচা করতে পারবে। গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে, Komdaame.com এর এই এম-কমার্স মর্কেটপ্লেস সাফল্যের নিশ্চয়তা প্রদান করবে। ব্যবসায়ী ইউজার হলো বিনামূল্যে প্রোডাক্ট এর মার্কেটিং, ওয়েবসাইট বা ফেইসবুক পেইজ মার্কেটিং এবং লোগো ব্রান্ডিং এর জন্য অন্যতম উপযুক্ত মাধ্যম।

এই বিষয়ে 'কমদামে ডট কম' এর কর্ণধার 'আলী সোহাগ' বলেন, যারা প্রতিনিয়ত অনলাইনে কেনাবেচা করে থাকে তাদের জন্য একটি বিশ্বাসের জায়গা হবে 'কমদামে ডট কম' গ্রাহকরা প্রচুর পরিমাণে লাভবান হবে ইন-শা-আল্লাহ্ । আমরা দেশের মানুষের অনলাইনে কেনাবেচার উপর আস্তা তৈরি করতে চাই। আর সে লক্ষ্যেই আমাদের এই প্রতিষ্ঠান করা।

তিনি আরও বলেন, ব্যবহারকারীর উপর ফোকাস এবং অন্য সমস্তকিছু অনুসরণ করা হবে এখানে। শুরু থেকেই আমরা কঠোর পরিশ্রম করছি বাংলাদেশে সব ব্যবহারকারীকে স্বল্প খরচে এম-কমার্স মার্কেটপ্লেসের মাধ্যমে সমাধান প্রদান করতে, সবাই যাতে অনলাইন ব্যবসা শুরু করতে পারে কোনো প্রযুক্তিগত লোক ভাড়া করা ছাড়া, ফলে বাংলাদেশের সকল অনলাইন ব্যবহারকারী মাত্র কয়েকটি ক্লিকে বিরাট মূল্যহ্রাস এ সঠিক পণ্য এবং তথ্য পেতে পারেন।


বাংলাদেশে 'কমদামে ডট কম', নিয়ে এলো ছবি সহ বর্ণনা দিয়ে বিজ্ঞাপন পোষ্ট দিয়ে ৫০০ টাকা বা তারও বেশি মূল্যের উপহার জিতে নেয়ার প্রতিযোগিতা। 'কমদামে ডট কম' এ বিজ্ঞাপন পোষ্ট করে এ প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতায় অংশ নিতে বিজ্ঞাপনদাতাকে 'কমদামে ডট কম' এর যে কোনো বিভাগে নিয়ম অনুযায়ী ছবিসহ ৬০টি বৈধ বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপনটি অবশ্যই সঠিক শ্রেণিতে দিতে হবে এবং পার্সোনাল আইটেম ক্যাটাগরি যেমন সালোয়ার-কামিজ, পাঞ্জাবী অথবা জুয়েলারি আইটেমের হতে হবে। পন্যের সঠিক ছবি আপলোড করা সহ 'কমদামে ডট কম' এর ফেসবুক ফ্যানপেজে একটি লাইক দিতে হবে। একদম নতুন বিজ্ঞাপন দিতে হবে এবং বিদ্যমান কোন বিজ্ঞাপনের নকল বা অনুলিপি হলে সেটি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে না।
বিজয়ীদের নাম Komdaame.com 'কমদামে ডট কম' এর তৈরি ফেসবুক Group 'Awesome' এ প্রকাশ করা হবে এবং ফোনে যোগাযোগ করা হবে।
যুক্ত হোন Komdaame.com এর সোসিয়াল নেটওয়ার্ক প্লাটফর্ম এ
Facebook Page - Komdaame
'কমদামে ডট কম' বাংলাদেশে ব্যবসায়ীদের দ্রুত বিক্রির জন্য প্রিমিয়াম সার্ভিস চালু করেছে। প্রিমিয়াম সার্ভিস এর মাধ্যমে গ্রাহকরা ‘টপ অ্যাড’ এবং ‘বাম্প-আপ’ নামে বিজ্ঞাপন প্রচারের এই সার্ভিস গ্রহণ করতে পারবে।
নতুন এ সার্ভিসের পাশাপাশি গ্রাহকদের জন্য আগের মতই বিনামূল্যে 'কমদামে ডট কম' এ বিজ্ঞাপন পোষ্টের সুযোগ অব্যাহত থাকবে। গ্রাহকদের পণ্যকে আরো দ্রুততার সাথে বিক্রির সুযোগ করে দিতে নতুন এ প্রিমিয়াম সার্ভিস চালু করা হয়েছে, যা অসংখ্য বিজ্ঞাপনের মধ্য থেকে নির্দিষ্ট বিজ্ঞাপনটিকে বেশি আকর্ষনীয়ভাবে তুলে ধরবে।
'কমদামে ডট কম' এ বিজ্ঞাপন সংশ্লিষ্ট তালিকা পৃষ্ঠের মধ্যে ‘টপ অ্যাড’ এর জন্য জায়গা সংরক্ষিত আছে। আগ্রহী গ্রাহকরা তাদের বিজ্ঞাপন ৩০ টাকা দিয়ে এক সপ্তাহের জন্য ‘টপ অ্যাড’ প্রচারের সুযোগ পাবেন। এই বিজ্ঞাপনগুলো হলুদ রং দিয়ে হাইলাইট করা থাকবে, যা নিয়মিত বিজ্ঞাপনের চেয়ে ১০ গুণেরও বেশি ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার সুযোগ করে দিবে। ৩০ টাকার বিনিময়ে ৩ দিনের জন্য ‘বাম্প-আপ’ সার্ভিসটিতে গ্রাহকের বিজ্ঞাপন তালিকার উপরে চলে আসবে। নিয়মিত বিজ্ঞাপনের তুলনায় এ বিজ্ঞাপনগুলো পাঁচগুণ বেশি নজরে আসবে।

No comments:

Post a Comment