Saturday, August 28, 2021

অনলাইনে ইনকাম করার সহজ উপায় ! - LEARN + EARN + ONLINE + STORE

SHORT TERM COURSE - LONG TIME SUCCESS 

 

LEARN - COMPUTER BASIC & OFFICE APPLICATION COURSE দক্ষতা অর্জন

১) Interactive সিস্টেমে ইংরেজি আরবী ভাষায় দ্রুত টাইপ শেখার ব্যবস্থা।

) Adobe Photoshop এবং Adobe Illustrator গ্রাফিক্স ডিজাইন কোর্স করার সুযোগ।

) ড্রপশিপিং, এ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ভার্সুয়াল স্টোর ডেলিভারী সম্পর্কে দক্ষতা অর্জন।

৪) মা শিশুদের জন্য শিক্ষামূলক ৯টি প্রোগ্রাম সম্বলিত Interactive Computer Education Courses সফটওয়্যার। আমাদের সফটওয়্যারটি মাউস দিয়ে স্পর্শ করলেই কথা বলে উঠবে গ্রাফিক্স আকারে দেখিয়ে দিবে এবং টেক্স আকারে লিখে দিবে, বারবার স্পর্শ করার মাধ্যমে বারবার শুনে ছাত্র-ছাত্রীরা ইংরেজি বা আরবী ভাষায় শিখতে পারবে কারো সহযোগিতা অথবা শিক্ষক ছাড়া। যেমনঃ Computer Fundamentals, Operating System, MS Word, MS Excel, MS PowerPoint, MS Access ইত্যাদি।

বিঃদ্রঃ সফটওয়্যার আলোচনা সাপেক্ষে আপনার কম্পিউটারে সেটাপ করে দেয়া হবে।

EARN - ডিজিটাল ডিভাইস টেকনোলজির মাধ্যমে আউটসোর্সিং


  • টার্গেট পূরণ করে ইনসেনটিভ পাওয়ার সুযোগ।
  • প্রতিদিন ১টি এ্যাড পোষ্ট দিয়ে বোনাস পাওয়ার সুযোগ।
  • ডাটাএন্ট্রি কাজ করে ঘরে বসে বাড়তি আয় করার সুযোগ।
  • পণ্য বা সেবা সেল দিয়ে ঘরে বসে বাড়তি আয় করার সুযোগ।
  • মোবাইলে ড্রপশিপিং ও এফিলিয়েট সিস্টেমে ইনকাম করার সুযোগ।

ONLINE - উদ্যোক্তা সমাবেশ অংশগ্রহন

এফিলিয়েট মেম্বার আইডি দিয়ে উদ্যোক্তা সমাবেশ অংশগ্রহন করে পরিচিতি অর্জন।

STORE - ইন্টারনেটের দুনিয়ায় ‘কমদামে ডট কম’ মার্কেটে অনলাইন দোকান

  • কোন প্রকার কমিশন ছাড়াই পণ্য সেল করার সুবিধা।
  • গুগল সার্চ ইন্জিন অপটিমাইজেশন আপনার পোস্টকে হাজারো মানুষের কাছে নিয়ে যাবে।
  • Komdaame.com m-Commerce মার্কেট থেকে ১ বছর মেয়াদী ১টি নিজস্ব অনলাইন দোকান পাবেন।
  • কাস্টমারের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে তাদের সাথে খুব সহজেই সরাসরি কমিউনিকেট করতে পারবেন
  • আপনার কোম্পানির ব্র্যান্ড এর পরিচিতি, ফেসবুক পেজের LIKE ও ওয়েবসাইট এর VIEWER বাড়তে থাকবে।
  • সাজানো পণ্য গুলোতে আপনার WEB ও ফেসবুক পেজের লিংক দিয়ে ফেসবুক ও ই-মেইলে শেয়ার করা যাবে।
  • বর্তমান দোকানের পণ্যগুলোর মধ্য থেকে ১৮০ টি পণ্য বা সেবার বিজ্ঞাপন পোষ্ট করে প্রোডাক্ট সাজাতে পারবেন।
  • আপনি QR Code সহ বিজনেস কার্ড করার সুবিধা পাবেন। QR Code স্ক্যান করলেই আপনার দোকানের সব প্রোডাক্ট বা সেবা খুলে যাবে গ্রাহকের মোবাইলে। সেখানেই তারা বেছে নেবে তাদের পছন্দের সেবা বা প্রোডাক্টগুলো।

উপরোক্ত 'Komdaame.com' ডিলার প্যাকেজটি (4 in 1) মূল্য মাত্র ৬০০০ টাকা

বিঃদ্রঃ আপনি চাইলে প্যাকেজ গুলো মাসিক সিস্টেমে মাত্র ৩০০ / ৮০০ / ১৫০০ টাকা দিয়ে ও শুরু করতে পারেন

Personal Package: ৩০০ টাকা = টাইপিং সফটওয়্যার + অনলাইনে মাস মেয়াদী ৩০ টি বিজ্ঞাপন পোষ্ট করার সুবিধা

Regular Package: ৮০০ টাকা = গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল + অনলাইনে মাস মেয়াদী ৬০ টি বিজ্ঞাপন পোষ্ট করার সুবিধা

Store Package: ১৫০০ টাকা = অফিস এপ্লিকেশন ৯টি কোর্স + অনলাইনে মাস মেয়াদী ১৮০ টি বিজ্ঞাপন পোষ্ট করার সুবিধা

৬০০০ টাকায় = টাইপিং সফটওয়্যার + গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল + অফিস এপ্লিকেশন ৯টি কোর্স + অনলাইনে ১ বছর মেয়াদী ১৮০ টি এ্যাড পোষ্ট + অ্যাফিলিয়েট মেম্বার হয়ে ইনকাম করার সুযোগ

যোগাযোগঃ +88-01716-182907 (WhatsApp) | সময়ঃ সকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.০০ টা

রেজিস্ট্রেশন করার সময় ফর্ম এ Affiliates ID: XXXXX ব্যবহার করুন। অন্যথায় সাইনআপ গ্রহনযোগ্য নয়।

'কমদামে ডট কম' সাইনআপ করলে আপনি যা যা পাবেন !

১। অনলাইন দোকান নিয়ে ব্যবসায়িক সেন্টার ওপেন করার সুবিধা

২। অনলাইনে  ঘরে বসে বিকাশে সহজে হালাল ভাবে ইনকাম করার সুযোগ

৩। পণ্যের সোর্স সহ  সঠিক গাইডলাইনের মাধ্যমে  নিজেই উদ্যোক্তা হওয়ার সুবিধা

৪। কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স, গ্রাফিক্স ডিজাইন, টাইপিং ডিজিটাল মার্কেটিং এর উপর দক্ষতা অর্জন।

Per Joining Affiliate Marketing Income

-----------------------------------------------
Personal User Account = BDT 150
Regular User Account = BDT 400
Store User Account = BDT 750

(বিঃদ্রঃ এন্টিভাইরাস নিলে কমিশন দেওয়া হবে না)
 

ইসলামের দৃষ্টিতে 'কমদামে ডট কম' এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করা হালাল কিনা?


ব্যবসা হালাল হওয়ার জন্য ৭টি শর্তপালন অত্যাবশ্যক !
---------------------------------------------------------------------------

আল্লাহ্ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম - আল কোরআন

১. যে পুঁজি বিনিয়োগ করবে সেটা অবশ্যই ১০০% হালাল হতে হবে।
২. শ্রম ও সময় দিতে হবে। মেধা খাটাতে হবে।
৩. উভয় পক্ষের মানসিক সুস্থতা ও লাভ-ক্ষতি বিষয়ের উপস্থিতি থাকতে হবে।
৪. ক্রেতার অধিকার বুজিয়ে দেয়া এক্ষেত্রে ক্রেতা-বিক্রেতার সন্তুষ্টি থাকতে হবে।
৫. পণ্য বিপনন বা সেবা বিষয়ক ব্যবস্থা থাকতে হবে এবং পণ্য বা সেবা বিষয়টি হালাল তরিকায় থাকতে হবে।
৬. মানসম্পন্ন হালাল পণ্যের তালিকা ও সেবার উপস্থিতি।
৭. ব্যবসায় কোন অবৈধ শর্ত যুক্ত না হওয়া এক্ষেত্রে ক্রেতাকে অবশ্যই বালেগ হতে হবে।


অ্যাফিলিয়েট মার্কেটিং বা রেফারেন্স বা স্পন্সর করে ইনকাম করা হালাল কিনা ?
--------------------------------------------------------------------------------------

'কমদামে ডট কম' এ ইন্টারনেট কাজে লাগিয়ে তিনটি প্যাকেজ এর যে কোন একটি প্যাকেজ নিয়ে নিজে একাউন্ট খুলে নিজের নামে অনলাইন ভার্সুয়াল দোকান ভাড়া নিয়ে বা পেইজ খুলে পণ্যের ছবি সহ বিজ্ঞাপণ পোষ্ট দিয়ে ব্যবসা করে হালাল ভাবে আয় করা যায় এবং অন্যজনের আয়ের ব্যবস্থা করা যায়। হালাল-হারাম নির্ভর করে স্বচ্ছতার উপর বা কমিটমেন্টের উপর অথবা একটা বলে আরেকটা করা বা না করার উপর। যেমনঃ আতর বলে গোলাপজল বিক্রি করা বা মোবাইল ৬ মাস ওয়ারেন্টি দিয়ে অস্বীকার করা বা অযুহাত দেখানো পাক্কা হারাম। 'কমদামে ডট কম' এ অন্যকে তার লাভের জন্য উদ্বুদ্ধ করে সহযোগিতা করা হচ্ছে কমিটমেন্ট রক্ষা করা হচ্ছে যার কারনে দিন দিন গ্রাহক ও ভিজিটর বাড়ছে। এক্ষেত্রে পারষ্পরিক স্বার্থ ও বিনিময় বিষয়টি জড়িত আছে। অন্যে বোঝে না, সে অন্ধকারে আছে তাই দু'জনের লাভের জন্যই তাকে বোঝানো হচ্ছে। কারন অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম আমেরিকা সহ সারা পৃথিবীতে আইনগতভাবে বৈধ।

ইসলামী ফিকাহ শাস্ত্রে উল্লেখ আছে, "শারিয়াতুল অবদান" বা দৈহিক শ্রমের অংশীদারিত্বের ভিত্তিতে যদি প্রত্যেকের অধিকার সংরক্ষণের বিধান রেখে সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসা করা হয়, তবে তা বৈধ। সুতরাং যে ব্যবসায় পণ্য বা সেবা, পুঁজি, সৎ পরিশ্রম, ক্রেতাকে কিনতে বাধ্য না করা এবং লাভ-ক্ষতি বিষয়ের উপস্থিতি থাকে সেই ব্যবসা হালাল।

'কমদামে ডট কম' এ আপনার কাজ কি?
-------------------------------------------------------

১। ভার্চুয়াল দোকান ভাড়া নিয়ে ব্যবসায়িক সেন্টার ওপেন করা যায় একটা সিস্টেমে।

২। অন্যকে আয়ের ব্যবস্থা করে দিয়ে মোবাইলে সহজে ইনকাম করা যায়।

৩। উদ্যোক্তা হয়ে অনলাইন বিজনেস শিখে মার্কেটিং অভিজ্ঞতা অর্জন করা যায়।

৪। প্রতিদিন ১৪ মিনিট সময় দিয়ে ডিজিটাল মার্কেটিং করে ইনসেনটিভ পাওয়া যায়।

৫। আপনার কাজ পণ্য বিক্রি করা নয়। আপনার কাজ পরিচিত মহলে 'কমদামে ডট কম' সম্পর্কে তথ্য দেয়া। তাদেরকে এর প্রয়োজন ও উপকারীতা সম্পর্কে জানানো।

নিম্নে 'কমদামে ডট কম' এর কাজ সম্পর্কে ধারণা দেওয়া হলঃ

১. আপনি সকাল 11.00 AM ও প্রতিরাত 11.00 PM এ কমপক্ষে (৭+৭) = ১৪ মিনিট সময় (২৪ ঘণ্টার মাত্র ১% সময়) এখানে ব্যয় করবেন, উদ্যোক্তা হউন বা ব্যবসা করেন আর অন্য যাই কিছু হউন। সারা দিনের মাত্র ১% সময় কিছুই না কিন্তু পাওয়াটা অনেক বেশী, তবে লেগে থাকতে হবে এবং চর্চা করতে হবে প্রতিদিন।

২. 'কমদামে ডট কম' নিজে কোন পণ্য উৎপন্ন বা সেল করে না তাই আপনার কাজ আমাদের পণ্য বিক্রি করা নয়। 'কমদামে ডট কম' ও ফেসবুকের মাধ্যমে পরিচিত মহলে 'কমদামে ডট কম' সম্পর্কে তথ্য দেওয়া যেহেতু ফেসবুকে আপনার ফ্রেন্ড লিষ্টে অনেক পরিচিত বা অপরিচিত ফ্রেন্ড আছে তাদেরকে এর প্রয়োজন ও উপকারীতা সম্পর্কে জানানো ও শেয়ার করা। যাতে তারা এখান থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে আর আপনার তথ্য পেয়ে তারা যদি বাড়তি আয়ের জন্য 'কমদামে ডট কম' থেকে প্যাকেজ কিনে মেম্বার হয় তাহলে কোম্পানি লাভের একটা অংশ আপনাকে পারিশ্রমিক হিসাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে (১৫%-৫০%) কমিশন আকারে সাথে সাথে পেমেন্ট করে দিবে বা উপহার দিবে।

৩. আপনি নিজে উদ্যোক্তা হবেন এবং অন্যকে উদ্যোক্তা বা বিক্রেতা হতে সহযোগিতা করবেন। উদ্যোক্তা বা বিক্রেতা হিসেবে শিক্ষার্থীদের প্রমোট করবেন।

৪. অনেক আগ্রহ আর কর্মের দক্ষতা থাকা সত্ত্বেও সামান্য অর্থাভাবে কেউ কেউ পিছিয়ে যায়। তাদেরকে বিপদের বন্ধু হিসেবে যারা অন্যান্য ইনকামের পাশাপাশি নিজের পায়ে নিজে হালাল ভাবে উপার্জন করে বাড়তি ইনকাম করে দাড়াতে চায় ? তাদের কে 'কমদামে ডট কম' এর সুযোগ সুবিধার কথা বলবেন অনেকে নেগেটিভ কথা বলবে জয়েন করবে না তাদেরকে ফেসবুকে 'উদ্যোক্তা সমাবেশ' গ্রপে এ জয়েন বা অংশগ্রহন করিয়ে দিবেন। আমরা সবাই মিলে জনগণের জন্য 'কমদামে ডট কম' এর মাধ্যমে ক্রয় বিক্রয়ের জন্য ট্রাস্টেড প্লাটফর্ম তৈরি করতে চাই। যাতে ঘরে বসে ঝামেলামুক্ত নির্ঝঞ্ঝাট পণ্য ক্রয় করা সহজ হয়।

৫. আপনি যেহেতু একজন উদ্যোক্তা / বিক্রেতা তাই স্বচ্ছ, ঝামেলাহীন পণ্য আপনার কাছে পেতে চাইবে সবাই। এতটুকু বিশ্বাস এবং এখলাস রেখেই সেবা দিন। যে পণ্য বিক্রি করছেন আগে নিজে ব্যবহার করে গুণ-মান নির্ণয় করুন। তারপর সেটি মার্কেটিং করুন।

৬. আপনার কাজ হল আপনার একাউন্টে লগইন করে আপনার ব্যবসার পণ্য বা সেবার বিজ্ঞাপন গুলো (বাস্তব ছবি তুলে, ছবি ও বিবরণ সহ) এ্যাড পোষ্ট করা। এভাবে যদি 'কমদামে ডট কম' এ এ্যাড দিয়ে আপনার পণ্য সেল না হয়, তাহলেও সমস্যা নেই, আপনি দুই জনকে রেফারেন্স করে আপনার মূল পুঁজি টুকু ইনকাম করে ফেরত পাবেন। আপনার একাউন্ট ইমেইল বা ফেসবুক একাউন্টের মত সবসময় চালু থাকবে (যদিও এ্যাড এর জন্য প্যাকেজ অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ থাকে) তবে আপনি রেফার করে সবসময় ইনকাম ও উপহার পাবেন। যেমনঃ আপনি ১ম বা ২য় মাস আপনার ব্যবসার কোন পণ্যের ছবি তুলে এ্যাড পোষ্ট করেন নাই তাহলেও সমস্যা নাই আপনার একাউন্ট চালু থাকবে এবং রেফার করে আনলিমিটেড ইনকাম বা কমিশন পাবেন।

৭. অল্প পুঁজিতে কিভাবে বিজনেস করবেন সেই ধারনা পাবেন এবং আমাদের 'কমদামে ডট কম' এর মাধ্যমে যেকোন পণ্য ও সেবা বিক্রি করতে পারবেন। প্রতারণা ঠেকাতে 'কমদামে ডট কম' এর একটিভ মেম্বার, পরিচিত ও নিবন্ধিত উদ্যোক্তাদের থেকে পণ্য কিনুন।

'কমদামে ডট কম' সম্বন্ধে আপনার কোন ধরনের জিজ্ঞাসা, পরামর্শ, অ্যাডভারটাইজমেন্ট অথবা সহযোগিতার জন্য 01716-182907 নাম্বারে যোগাযোগ করুন।

আমাদের প্লাটফর্মের মূল উদ্দেশ্যঃ
---------------------------------------
✅ উদ্যোক্তাদের বিক্রয় বৃদ্ধিতে সহায়তা ও নেটওয়ার্কিং বৃদ্ধি করা
✅ শুধুমাত্র পজিটিভিটির চর্চা, সকল প্রকার নেগেটিভিটি থেকে আমরা সবাই দূরে থাকবো সবসময়। থাকবে না কোন রাজনৈতিক ও ইসলামিক বিষয়।
✅ বিরাট মূল্য হ্রাস দিয়ে কমদামে দ্রুত বিক্রি
✅ প্রচুর বিক্রির মাধ্যমে অর্থনেতিক স্বাধীনতা অর্জন।
✅ বিনামূল্যে বা কোন ফি ছাড়া অনলাইনে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ